বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
লক্ষ্মীপুরে ডিসির কম্বল পেল ভাসমান জেলে পরিবার
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪, ৬:৫২ PM
শীতের তীব্রতা বাড়ায় চরম কষ্টে দিন পার করতে হচ্ছে নৌকায় বসবাসকৃত ভাসমান মানতা সম্প্রদায় জেলে পরিবারের সদস্যদের। তাদের এ কষ্ট লাগবে তাদের পাশে দাঁড়ালেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান। 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে জেলে পরিবারের দুইশ সদস্যের হাতে কম্বল তুলে দিয়েছেন তিনি। 

জেলার সদর উপজেলার মজুচৌধুরীর হাটে মেঘনারপাড় ধীবর বিদ্যানিকেতন প্রাঙ্গণে জেলেদের হাতে কম্বলগুলো তুলে দেন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল।  

কম্বল পেয়ে জেলে সর্দার সোহরাব মাঝি বলেন, আমাদের এখানে ২২০ টি পরিবার রয়েছে। এরমধ্যে কয়েকটি পরিবার ডাঙায় থাকেন। এছাড়া ২৫ টি পরিবারকে সরকার ঘর দিয়েছে৷ ১৮০ টি পরিবার নৌকাতেই বসবাস করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নৌকাতেই বসবাস তাদের। ডিসি মহোদয় আমাদের সবগুলো পরিবারকেই কম্বল দিয়েছে। এতে শীতের কষ্ট কিছুটা লাগব হবে শীতার্ত এ মানুষগুলোর। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত