বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
শ্রীপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ৩:৩৪ PM আপডেট: ১৩.০১.২০২৪ ৪:৩৯ PM
গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর প্রেসক্লাব কার্যালয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে কর্মরত উপজেলা প্রতিনিধিদের সমন্বয়ে উপস্থিত সকলের সম্মতিক্রমে এ আহবায়ক কমিটি গঠন করা হয়।

শ্রীপুর প্রেসক্লাবের বিদায়ী কমিটি সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় আহবায়ক কমিটি গঠনের জন্য এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় (২০২১-২০২২) সালের কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ওই কমিটি বিলুপ্ত করে ১১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

দৈনিক ভোরের কাগজ’র প্রতিনিধি নাসির উদ্দিন জর্জকে আহবায়ক এবং দৈনিক ভোরের ডাক’র প্রতিনিধি কাজী আকতার হোসেনকে যুগ্ন আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অপর সদস্যরা হলেন গোলাম মোস্তফা রানা (দৈনিক প্রথম বুলেটিন), মাহবুবুর রহমান আকন্দ (বাংলাদেশ প্রতিদিন), আনিছুর রহমান শামীম (দৈনিক বাংলাদেশ বুলেটিন), তাজুল ইসলাম সানি (দৈনিক আনন্দবাজার), মাসুদ রানা (দৈনিক আমার সংবাদ), সেলিম শেখ (আমাদের কন্ঠ), এমদাদুল হক (ভোরের দর্পণ), এনামুল হক আকন্দ (মানবজমিন) এবং সাদেক মিয়া (আওয়ার বাংলাদেশ)। নবগঠিত আহবায়ক কমিটি আগামী তিন মাস (৯০ দিনের) মধ্যে গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণ করবেন।

সাধারণ সভায় নতুন আহবায়ক কমিটি গঠনের সিদ্বান্তে শ্রীপুর প্রেসক্লাব কার্যালয়ে নবীন-প্রবীণ সদস্যদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল। নতুন আহবায়ক কমিটিকে প্রেসক্লাবের সকল সদস্য ও বিভিন্ন মহলের প্রতিনিধিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সাধারণ সভা সফল করার জন্য বিদায়ী কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সকল সদস্য, প্রশাসনসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত