নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যানসার আক্রান্ত মা ভূজোপতি চাকমার পাশে দাঁড়ালেন রাঙামাটি পার্বত্য পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
বুধবার (৯ জুলাই) বৈরী আবহাওয়া ও মুষলধারের বৃষ্টি উপেক্ষা রাঙামাটির কাউখালীর মগাছড়ি গ্রামে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ঋতুপর্ণা চাকমার অসুস্থ মা কে চিকিৎসার জন্য ৩ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন তিনি।
এসময় তিনি জেলা পরিষদের পক্ষ থেকে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।
এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মো:রিজাউল করিম, সদস্য বরুণ দেওয়ানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ঋতুপর্ণার বাবা বরজ বাঁশি চাকমা ২০১৫ সালে ক্যানসারে মারা যান। বাবার অনুপ্রেরণায় ফুটবলার হয়ে ওঠা ঋতু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পড়াশোনা করছেন। সম্প্রতি এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমার ও তুর্কমেনিস্তানের বিপক্ষে গোল করে দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দেন তিনি।