বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
খুলনার দুই স্পটে হবে এনসিপির পথসভা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৬:০০ PM
আগামী শুক্রবার (১১ জুলাই) খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) পদযাত্রা অনুষ্ঠিত হবে। ওইদিন বিকালে নগরীর শিববাড়ি মোড়ে এবং সন্ধ্যায় খালিশপুর শিল্পাঞ্চলের পিপলস মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। 

ইতোমধ্যে দলটির খুলনার নেতাকর্মীরা লিফলেট বিতরণ, গণসংযোগসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। পথসভায় ২০ থেকে ২৫ হাজার জনসমাগমের টার্গেট নিয়ে কাজ করছেন তারা।

বুধবার (৯ জুলাই) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এনসিপি খুলনা জেলা কমিটি এবং খুলনা মহানগর সংগঠকদের ব্যানারে পৃথক দুই সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

কর্মসূচির মধ্যে- আগামী ১১ জুলাই কেন্দ্রীয় নেতারা নগরীর বাইতুন নূর মসজিদে জুমা’র নামাজ আদায় করবেন। বিকাল সাড়ে ৩টায় আহত ও শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ, বিকাল ৫টায় শিববাড়ি মোড়ে পথসভা, সন্ধ্যা ৭টায় পিপলস মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। এরপর চিত্রালী বাজার থেকে দৌলতপুর মোড় পর্যন্ত গণসংযোগ ও পদযাত্রা করা হবে।

জেলা কমিটির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এনসিপির পদযাত্রা বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মাহফুজুল হোসেন ফয়জুল্লাহ বলেন, ছাত্রজনতার জুলাই অভ্যুত্থানের মাধ্যমে রাজী লীগের ১৬ বছরের স্বৈরশাসনের পতনের বছরপূতীর দ্বার প্রান্তে আমরা। গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী প্রথার বিলোপ, বিচার সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দলকে পদচ্যুত করা হয়। সেই পরিবর্তনের বাতা, সংস্কার, জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, গুম-খুন ও গণহত্যার বিচারের দাবিতে গণঅভ্যুত্থানের অগ্রসৈনিকেরা দেশগঠনে জুলাই পদযাত্রা করছে। যার ধারাবাহিকতায় আগামী ১১ জুলাই এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরিবর্তনের বার্তা নিয়ে খুলনাবাসীর সামনে উপস্থিত হবেন।

তিনি আরও বলেন, ২৪ এর জুলাই-আগস্টে যে শিববাড়ি মোড় থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের স্ফুলিঙ্গ সারা খুলনায় ছড়িয়ে পড়েছিল সেই শিববাড়ি মোড়ে বছরঘুরতেই জুলাই বিপ্লবীদের পুন:মিলনী হবে। নতুন বাংলাদেশ গঠনের বার্তা নিয়ে জনতার দ্বারে দ্বারে যাবেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, তাসনিম জারা, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমরা। জনতার আকাঙ্ক্ষা, মতামত ও চাষি নিয়ে গঠিত হবে এনসিপির রাজনৈতিক বন্দোবস্ত। ইতোমধ্যে খুলনা জেলা এনসিপি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গণসংযোগ শুরু করেছে। ২০-২৫ হাজার মানুষকে টার্গেট করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির প্রচার ও প্রচারণা সেলের আহ্বায়ক ডা. মো. আব্দুল্লাহ চৌধুরী, সৈয়দ আবু ওয়াহিদ অনি, রুমি রহমান, এম সাইফুল ইসলাম, গোলাম মোস্তফা সজীব মোল্লা, রাফসান রফিক ওশান, সানজিদা আফরিন আখি, জয়বৈদ্য প্রমুখ।

এনসিপির মহানগর সংগঠকদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠক। জাতীয় নাগরিক পার্টি খুলনা আহম্মদ হামীম রাহাত তিনি বলেন, ১১ জুলাই পদযাত্রা সফলে মহানগর সংগঠকরা কাজ করছে। সকলকে পদযাত্রায় অংশগ্রহণের আহবান জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন লেকচারার ইকবাল হোসেন মোড়ল, ফরিদ আহমেদ পাঠান, এ্যাড. মঈনুল ইসলাম জীবন, আরিফুজ্জামান আরিফ, রমজান শেখ প্রমুখ। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত