বুধবার ৩০ জুলাই ২০২৫ ১৫ শ্রাবণ ১৪৩২
বুধবার ৩০ জুলাই ২০২৫
কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪, ৫:২০ PM
নেত্রকোনার কলমাকান্দায় গতকাল রাতে সড়ক দুর্ঘটনায় আহত সেই  নারী সখিনা আক্তার ময়মনসিংহ মেডিকেলে যাওয়ার পথে তার মৃত্যু হয়।  

আজ ১৪ জানুয়ারি রবিবার দুপুরে ওই নারীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যায়। 

সে সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামের সখিনা আক্তার (৩৫)।

স্থানীয় ও স্বজনেরা জানায়, গতকাল সন্ধ্যায় বাহাদুরকান্দা নামক স্থানে সিএনজি ধাক্কায় আহত হয়ে সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিচয়হীন অবস্থায় কলমাকান্দা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করায় পরে একটি স্থানীয় অনলাইন পোর্টাল কলমাকান্দা পরিবারের মাধ্যমে বিজ্ঞপ্তি দিলে আহতের স্বজনেরা এসে পরদিন সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। 

এদিকে কলমাকান্দা থানা অফিসার ইনচার্জ ফয়জুল হক জানান, আমরা ঘটনাটি শুনেছি খুব মর্মান্তিক!অনুসন্ধানে আছি কিন্তু কে বা কার সিএনজি ছিল খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত