বুধবার ৩০ জুলাই ২০২৫ ১৫ শ্রাবণ ১৪৩২
বুধবার ৩০ জুলাই ২০২৫
বাঘাইছড়িতে যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৮:৪১ PM আপডেট: ২৯.০৭.২০২৫ ৮:৪৪ PM
খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট এর (ইউপিডিএফ) আস্তানায় অভিযান চালিয়ে সাব-মেশিনগানসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী হয়েছে। 

এসময় সেনাবাহিনী ও ইউপিডিএফ প্রসীত গ্রুপের সন্ত্রাসীদের ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা ও সেকেন্ড ইন কমান্ড, মেজর ফয়সাল আমির মোহম্মদ তারেক-এর নেতৃত্বে সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক পরিকল্পনা ও নির্শেনায় রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার নরেন্দ্র কারবারী পাড়া এলাকায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের আস্তানায় অভিযান চালানো হয়।  

সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি অবরোধ করে তল্লাশি করে। পরে ইউপিডিএফের আস্তানা শনাক্ত করে তল্লাশি শুরু করলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে প্রসীত গ্রুপের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে সেনা সদস্যরা তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ১টি সাবমেশিনগান, ৩টি দেশিয় তৈরি বন্দুক, ১টি এলজি, ১টি সাব মেশিনগানের ম্যাগাজিন, ১টি পোচ, ৭ রাউন্ড এ্যামোনিশন, ১৭টি খালি খোসা, ২৫টি বিভিন্ন লটের এসএমজির খালি খোসা, ২টি কার্তুজ, ৪টি ওয়াকিটকি, ১টি মটরোলা সেট, ৪টি ওয়াকিটকি চার্জার, ২টি ক্যামেরা, ১টি স্পাই ক্যামেরা সানগ্লাস , ১টি স্পাই ক্যামেরা ডিভাইস চার্জার, ৩টি পেন ড্রাইভ, ৪টি ইউপিডিএফ সংগঠনের পতাকা, ৫টি ইউপিডিএফ সংগঠনের আর্মবেন্ড এবং ১২টি বিভিন্ন প্রকারের বই উদ্ধার করে।

অপরদিকে, বাঘাইছড়িতে অস্ত্র উদ্ধার একটি সাজানো নাটক বলে দাবি করেছে ইউপিডিএফ। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযানে গুলি বিনিময়ের পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে আইএসপিআর যে দাবি করেছে তা সম্পূর্ণ ভূয়া, সাজানো ও ইউপিডিএফকে মিথ্যাভাবে ফাঁসানোর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

মঙ্গলবার (২৯ জুলাই) ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, ইউপিডিএফের ভাবমূর্তি ক্ষুন্ন করতে ও চলমান ধর্ষণবিরোধী ছাত্র-গণ আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর মরিয়া প্রচেষ্টা  হিসেবে একের পর এক গোলাগুলি ও অস্ত্র উদ্ধারের নাটক মঞ্চস্থ করা হচ্ছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত