বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫ ২৩ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫
মাদকের বিরুদ্ধে খসরুর প্রচার
পি‌রোজপুর প্রতিনি‌ধি
প্রকাশ: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪, ৫:৩৪ PM
মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষার জন্য পি‌রোজপু‌রের কাউখালীতে প্রচার অ‌ভিযান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। মাদককে না বলি, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই এই স্লোগান‌কে সাম‌নে রে‌খে র‌বিবার সকা‌লে কাউখালী উন্নয়ন পরিষদের উ‌দ্যো‌গে এ প্রচার অ‌ভিযান অনু‌ষ্ঠিত হয়।

উন্নয়ন পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ষাটোর্ধ্ব আঃ লতিফ খসরু উপজেলার ৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া বাজারের অ‌লিগ‌লি‌তে হ‌্যান্ডমাইক নি‌য়ে প্রচার ও লিফ‌লেট বিতরণ ক‌রেন। প‌রে উপজেলার সরকারি কাউখালী গান্ডতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা মূলক আ‌লোচনা ক‌রেন আঃ লতিফ খসরু। এসময় শিক্ষার্থীরা মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করেন।

বিদ্যালয়ের শিক্ষার্থী মাশরাফি জানান, মাদক বি‌রোধী আ‌লোচনার মাধ‌্যমে মাদ‌কের ভয়াবহতা সম্প‌র্কে জান‌তে পারলাম। এমন আ‌য়োজনকে সাধুবাদ জানাই। 

শিক্ষার্থী সাদিদ জানান, খসরু কাকার এই মাদক বিরোধী প্রচার এবং আ‌লোচনা থে‌কে আমরা অ‌নেক কিছু শিখলাম। আমরা মাদ‌কের বিরু‌দ্ধে সর্বদাই রু‌খে দাড়া‌বো।

কাউখালী উন্নয়ন পরিষদের সভাপ‌তি মাদক বি‌রোধী প্রচা‌দের উদ্যোক্তা আঃ লতিফ খসরু বলেন, মাদক বিরোধী এই প্রচার অভিযান ধারাবাহিকভাবে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হবে। এ‌তেক‌রে যুবসমাজ মাদ‌কের হাদ থে‌কে রক্ষা পা‌বে ব‌লে বিশ্বাস রা‌খি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত