বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫ ২৩ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫
সরকারি অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে বিএনপি নেতার বিজয় র‍্যালি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৭:৫৮ PM
চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারি মালিকানাধীন একটি অ্যাম্বুলেন্স রাজনৈতিক র‍্যালিতে সাইরেন বাজানোর কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সরওয়ার আলমগীর ‘জুলাই-আগস্ট বিজয় শোডাউনে’ অ্যাম্বুলেন্সটি ব্যবহার করতে দেখা যায়। 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অ্যাম্বুলেন্সটি দিয়ে মূলত সাইরেন বাজানো হয়৷ এটি চালিয়ে পুরো সদর এলাকায় ঘুরে বেড়াতে দেখা গেলেও তখন সেখানে কোনো রোগী ছিল না। বরং অ্যাম্বুলেন্সটির ভেতর থেকে অর্ধেক শরীর বাহিরে বের করে একজন ব্যক্তিকে দলীয় পতাকা হাতে দেখা গেছে৷ এমন নজির বিহীন দৃশ্য দেখে সড়কের আশপাশের জনসাধারণ বিস্ময় প্রকাশ করেন৷ 

পৌর এলাকার এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমার এই বয়সে কখনো রোগী বহনের অ্যাম্বুলেন্সে রাজনৈতিক ব্যক্তিদের শোডাউন করতে দেখনি৷ নিজ এলাকায় এমন দৃশ্য দেখতে হবে কখনো কল্পনাও করিনি।

জানা গেছে অ্যাম্বুলেন্সটি করোনাকালীন সময়ে একটি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্সটি শুধুমাত্র রোগী পরিবহনের জন্য পৌরসভাকে দান করেছিলেন। এটির রেজুলেশনে স্পষ্ট উল্লেখ ছিল যে কোনোভাবেই এটি ব্যক্তিস্বার্থে ব্যবহার করা যাবে না। হস্তান্তরের পর থেকে এটি পৌরসভার সম্পদ হিসেবে রক্ষিত আছে বলে জানিয়েছেন পৌর সভার এক কর্মকর্তা।

উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার গণমাধ্যমকে বলেন, জুলাই অভ্যুত্থানে দলের শোডাউনে সরকারি সম্পত্তির ব্যবহার কোনোভাবেই উচিত হয়নি। যে রাজনৈতিক নেতা এতে জড়িত, তিনি অদূরদর্শী ও অপরিপক্ক। দলকে ডুবাতে এটি একটি ইস্যু হতে পারে। বিএনপির বিরুদ্ধে আজও দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এটি তরুণ প্রজন্মের জন্য একটি খারাপ বার্তা। একটি নতুন ও গণতান্ত্রিক দেশের স্বপ্ন বাস্তবায়নে এসব গর্হিত কাজ বড় বাধা।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সরওয়ার আলমগীর বলেন, আমাদের কোনো নেতাকর্মী আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য এটি ভাড়া নিয়ে ব্যবহার করেছি, এতে কোনো সাইরেন বাজানো হয়নি।

ফটিকছড়ি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন, আমি আপনাদের মাধ্যমে বিষয়টি জেনেছি। আমরা অ্যাম্বুলেন্সটি যে কোনো রোগী পরিবহনের জন্য নামমাত্র ভাড়ায় দেই, তবে রাজনৈতিক দলের প্রোগ্রামে এটি ব্যবহার করা গ্রহণযোগ্য নয়। আমাদের যে ইঞ্জিনিয়ার এই কাজটি করেছেন, তার বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছি। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত