বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
পিরোজপুরে জেলা প্রশাসনের কম্বল বিতরণ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ৫:০০ PM
হার কাঁপানো শীতে যখন বিপর্যস্থ মানুষ, ঠিক সে সময়ে শীতার্তদের পাশে শীতবস্ত্র নিয়ে হাজির হয়েছে পিরোজপুরের জেলা প্রশাসন। 

মঙ্গলবার রাতে শহরের সিও অফিস মোড়, বাসস্ট্যান্ড, পুরাতন বাসস্ট্যান্ড, জেলা পরিষদ মার্কেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে ঘুরে শতাধীক নিম্ন আয়ের মানুষের মাঝে এ কম্বল বিতরণ ক‌রেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিনুল ইসলাম। তি‌নি জানান, এ বছর শীতে পিরোজপুরের ৭টি উপজেলার ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের মাঝে ৩০ হাজার১৫০টি কম্বল বিতরন করা হয়েছে। শীতবস্ত্র পেয়ে খুশি এ সকল ছিন্নমূল ও হতদরিদ্র মানুষ।

অপর‌দি‌কে জেলার কাউখালীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বুধবার দুপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। স‌মি‌তির নিজস্ব ভবনে কাউখালী শাখার সভাপতি অবসরপ্রাপ্ত ওসি মনোয়ার হোসেনের সভাপতিতে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা শাখার সভাপতি প্রফেসর আব্দুল জলিল আকন।

এ সময় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিত কাউখালী শাখার সিনিয়র সহ-সভাপতি সাবেক ওসি মোবাশ্বের আলী, সাধারণ সম্পাদক কৃষ্ণ কান্ত নাথ, উপদেষ্টা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম মুজাহিদ প্রমুখ। সংগঠনের সভাপতি মনোয়ার হোসেন বলেন, শীতবস্ত্র বিতরণের কাজ অব্যাহত থাকবে এবং আমরা অসহায় শীতার্ত মানুষের পাশে সহযোগিতা হাত বাড়িয়ে দিবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত