বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
চলে গেলেন চিরকুমার মানবসেবী গৌরাঙ্গ লাল কর্মকার
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ২:১৪ PM আপডেট: ১৯.০১.২০২৪ ২:৪২ PM
বরিশালের উজিরপুরের বামরাইল ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবু গৌরাঙ্গ লাল কর্মকার শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আজ শুক্রবার (১৯ জানুয়ারি) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, বাবু গৌরাঙ্গ লাল কর্মকার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ছিলেন আপাদমস্তক একজন সদা হাস্যোজ্জ্বল ও সাদামনের মানুষ। তিনি ছিলেন চিরকুমার। দেশ স্বাধীনের পরে তরুণ বয়সে হয়েছেন বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বঙ্গবন্ধু হত্যার পর যখন আওয়ামী লীগের নাম মুখে আনতে সবাই ভয় পেতো তখনও তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানকে ধারণ করে আওয়ামী লীগের রাজনীতি করে গেছেন।  দীর্ঘ প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে ছিলেন বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। 

সর্বশেষ এ প্রবীণ রাজনীতিক ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে ছিলেন প্রধান উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা। তিনি ছিলেন চীরকুমার, মানবকল্যাণই ছিল তার ব্রত।  তাই তিনি মানবকল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন মাদার তেরেসা অ্যাওয়ার্ড। 

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন করেছেন শেরে বাংলার নাতি ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এ কে, ফাইয়াজুল হক রাজু ও তার সহধর্মিণী সালমা ফাইয়াজ।  

ফাইয়াজুল হক রাজু বলেন, বাবু গৌরাঙ্গ লাল কর্মকারের জীবন ও কর্ম থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। মানবসেবায় তিনি তার সারাজীবন অতিবাহিত করেছেন। তার পরোপকারী জীবন থেকে দীক্ষা নিয়ে আমাদেরকে  মানবসেবায় নিজেদের বিলিয়ে দিতে হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত