মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
মানিকছড়িতে ক্লুলেস অপহরন মামলার আসামী গ্রেফতার
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ৪:১০ PM
খাগড়াছড়ির মানিকছড়িতে ক্লুলেস ঘটনার মুল আসামী মোঃ মনির হোসেন(২৪)কে সুনামগঞ্জ জেলা থেকে গ্রেফতার ও আসামীর দেওয়া তথ্যমতে ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার(১৭জানুয়ারী) মোঃ বাচ্চু মিয়া(৪৬) গত ৪জানুয়ারী তার ছোট মেয়ে বড়ডলু উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীর ছাত্রীকে স্কুল থেকে বাড়ি না ফেরায় মানিকছড়ি থানাকে বিষয়টি অবগত করেন।

জানা যায়, প্রতিদিনের ন্যায় গত ৪জানুয়ারী সকাল ৯টায় ভিকটিম তার নিজ বাড়ী থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা করে। প্রতিদিনের ন্যায় বিকালে বাড়ী ফেরার কথা থাকলেও ঘটনার দিনে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার পরও ভিকটিম বাড়ী না ফিরলে বাদীসহ বাদীর পরিবার ও আত্নীয় স্বজন আশে পাশেসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে ভিকটিমকে না পেয়ে ভিকটিমের বাবা মোঃ বাচ্চু মিয়া(৪৬) মানিকছড়ি থানার শরণাপন্ন হন।

ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে ঘটনার স্পর্শকাতরতা উপলব্ধি করে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  জনাব মুক্তা ধর পিপিএম (বার) এর নেতৃর্ত্বে ও সুদক্ষ দিক-নির্দেশনায় খাগড়াছড়ি জেলার একাধিক চৌকস দল ঘটনার অনুসন্ধান শুরু করেন। অনুসন্ধানকালে ঘটনার বিষয়ে প্রাথমিক ও সনাতন পদ্ধতিতে প্রাপ্ত তথ্য সমুহকে তথ্য—প্রযুক্তির মাধ্যমে জানা যায়,  ভিকটিমকে আসামী মোঃ মনির হোসেন, পিতা-সুলতান মিয়া, মানিকছড়ির তিনটহরী মাদ্রাসাপাড়া, ৪৯২ দক্ষিণপাড়া, ০৩নং ওয়ার্ড,স্কুল থেকে ফেরার পথে ভয়-ভীতি প্রদর্শন করে জোর পুর্বক অপহরন করে নিয়ে যায়। পরবর্তীতে খাগড়াছাড়ি জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার) এর প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে তথ্যপ্রযুক্তির সহায়তায় খাগড়াছাড়ি জেলার একটি চৌকস দল দেশব্যাপী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উক্ত ক্লুলেস ঘটনার মুল আসামী মোঃ মনির হোসেন(২৪) কে সুনামগঞ্জ জেলা থেকে গ্রেফতার করেন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামীর দেওয়া তথ্যমতে ভিকটিমকে উদ্ধার করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত