বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
ভাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, ৫:৩৭ PM আপডেট: ২১.০১.২০২৪ ৫:৫৬ PM
ফরিদপুরের ভাঙ্গায় জমাজমির দ্বন্দের জের ধরে চাচাত ভাইদের সঙ্গে সংঘর্ষের ঘটনায়  আহত হয়ে ফজেল মাতুব্বর( ৭৫) নামে এক ব্যাক্তি চিকিৎসাধীন অবস্থায়  এক মাস  পর মারা গেছেন। শনিবার রাত দশটার দিকে ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয় বলে তার স্বজনেরা জানান। ঘটনাটি ঘটে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামে।  
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে  ফজেল মাতব্বরের  আপন চাচাতো ভাই তৈয়াব আলী মাতুব্বদের  সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল । এর জের ধরে গত ২০২৩ সালের ২৩শে ডিসেম্বর তৈয়াব আলী মাতুব্বর বিরোধপূর্ন জমিতে থাকা ছবেদা ফলের গাছ কেটে জমি দখলে নেওয়ার চেষ্টা করলে দুই গ্রুপে সংঘর্ষ হয়। সংঘর্ষ কালে দুই গ্রুপের পাঁচ জন আহত হন।  এঘটনায়  আহত হয় তৈয়ব  আলী মাতুব্বর (৬০),  সৈয়দ আলী মাতুব্বর(৫৫) সোহেল মাতুব্বর (২০)।

নিহত গ্রুপের- ফজেল মাতুব্বর (৭৫) ও তার ছেলে ফরিদ মাতুব্বর(২৫)। এতে উভয় দলই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

 চিকিৎসাধীন থাকা অবস্থায় ফজেল মাতুব্বর  ঢাকার একটি হসপিটালে এক মাস পর  শনিবার রাত দশটার দিকে মারা যান। 

এদিকে মৃত্যুর খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে তৈয়ব আলী মাতুব্বরদের বাড়ি ভাংচুর  ও লুটপাট করে নিহত পক্ষের লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ  ব্যাপারে মামলার  তদন্তকারী কর্মকর্তা  ভাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) অমিয় মজুমদার জানান, গত মাসের ২৩শে ডিসেম্বর দুই পক্ষের মধ্যে  সংঘর্ষ হয়।  পরবর্তীতে ২৭শে ডিসেম্বর দুই পক্ষের দুটি মামলা হয়।  ফজেল মাতুব্বর হাসপাতালে মৃত্যুর খবরে তৈয়ব আলীর বাড়ি ভাঙচুর করেন নিহতদের পক্ষের লোকজন। এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

নিহত ফজেল মাতুব্বরের লাশের ময়নাতদন্ত ঢাকা থেকেই হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে যে ধারা হবে সেই ধারা মামলার সঙ্গে যোগ হবে এবং চার্জসিট দেওয়া হবে। বর্তমান পরিস্থিতি শ্বাভাবিক রয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত