বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
সরাইলে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, ৫:৫৭ PM
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ  এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। 

রবিবার (২১ জানুয়ারি) দুপুর ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড ওয়াল্টন শো রুমের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শান্ত মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল এলাকার মোঃ ইয়াছিন মিয়ার ছেলে। 

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সততা নিশ্চিত করে জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড ওয়াল্টন শো রুমের সামনে ঢাকাগামী লেনে বাসের জন্য অপেক্ষামান এক যাত্রী মাদক বহন করছে এমন গোপন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে  খাঁটিহাতা হাইওয়ে থানার এএসআই (নিঃ) মোঃ নিয়ামত সঙ্গীয় ফোর্সসহ উক্ত বাসের জন্য অপেক্ষামান যাত্রীকে আটক করেন। এই সময় তার কাছ থেকে কষ্টটেপ ও পলিথীন দ্বারা দুইপায়ের সাথে বাধা অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত