ফরিদপুরে ৪০০ জন শীতার্তদের মাঝে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (২১ জানুয়ারী) শহরের নিলটুলী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ফরিদপুর শাখা কার্যালয়ে শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
শাখা ব্যবস্থাপক মুহাম্মদ আব্দুশ শুকুব এভিপি এর সভাপতিত্বে ও মুহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনাবেল ম্যানেজার মোঃ আবুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরিন টেকনোলজি ফরিদপুর এর প্রিন্সিপাল প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ফাইন্যান্স ফয়সাল রুমি, এসময় আরও উপস্থিত ছিলেন বাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক ড. মোঃ নুর ইসলাম, ফরিদপুর ইমাম কল্যাণ সমিতির সেক্রেটারী মাওলানা মোঃ ইসমাইল হোসেন, জজ কোর্ট মসজিদের খতিব মাওলানা ফজলুর রহমান, নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির সি এস আর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।