“মানবতা বোধ জাগ্রত হোক, বিবেকের তাড়নায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)’র আয়োজনে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার বেলা ১১ টায় নাচোল উপজেলার মির্জাপুর কলেজ মাঠে ১ হাজার ৩’শ জন সাঁওতাল জনগোষ্ঠী ও প্রান্তিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান ও শীতবস্ত্র বিরতণ করা হয়।
পুনাক এর সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় বক্তব্য রাখেন, পুনক এর সাধারণ সম্পাদিকা নাসিমা মীম, রাজশাহী রেঞ্জের ডি আইজি মো. আনিছুর রহমান, জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চলনা ছিলেন, পুনক এর যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নুপুর। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।