আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মুসুল্লিদের যাতায়াত সুবিধার্থে ১১ জোড়া বিশেষ ট্রেন থাকবে। এছাড়া টঙ্গী স্টেশনে সব ট্রেনের যাত্রা বিরতি করানোর সিদ্ধান্তও নিয়েছে রেলওয়ে। তবে আখেরি মোনাজাতের দিনগুলোতে শুধু চারটি ট্রেন থামবে না।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে রেল ভবনে বিশ্ব ইজতেমা উপলক্ষে রেলওয়ের প্রস্তুতিবিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন রেলের মহাপরিচালক মো. কামরুল আহসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম, রেল সচিব ড. মো. হুমায়ুন কবীর, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী।
টঙ্গী স্টেশনে থামবে যেসব ট্রেন
১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এবং ৮ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা অভিমুখী সব আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেন টঙ্গী স্টেশনে তিন মিনিট করে থামবে। ৪ ও ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের দিন (সুবর্ণ, সোনার বাংলা, কক্সবাজার ও পর্যটক এক্সপ্রেস ছাড়া) সব আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেন (আপ অ্যান্ড ডাউন) টঙ্গী স্টেশনে তিন মিনিট করে থামবে।
৪ ও ১৯ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের দিন ৪৯ নম্বর বলাকা কমিউটার ট্রেন ৪টা ৪৫ মিনিটের পরিবর্তে ৫টায় ছাড়বে। ৪ ও ১১ ফেব্রুয়ারি ৭৯২/৭৯১ নম্বর বনলতা এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে, তবে ৭৫৪/৭৫৩ নম্বর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ৪ ও ১১ ফেব্রুয়ারি সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে।
আখেরি মোনাজাতের পরদিন ৫ ও ১২ ফেব্রুয়ারি ইজতেমা থেকে বহির্গামী টিকিটধারী যাত্রীদের ফেরত যাওয়া ও টঙ্গী স্টেশনে আরোহণের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনগুলো টঙ্গী স্টেশনে তিন মিনিট করে থামবে।
১১ জোড়া বিশেষ ট্রেন
আগামী ২ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে ‘জুম্মা স্পেশাল-২’ নামে এক জোড়া ট্রেন চলাচল করবে। আর ৩ ও ১০ ফেব্রুয়ারি জামালপুর-টঙ্গী রুটে ১ জোড়া স্পেশাল ট্রেন চলাচল করবে।
দুই পর্বের আখেরি মোনাজাতের দিন ৪ এবং ১১ ফেব্রুয়ারি ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে ৫ জোড়া স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে।
এছাড়া ওই দুই দিন টঙ্গী-ময়মনসিংহ-টঙ্গী রুটে এক জোড়া, টঙ্গী-টাঙ্গাইল-টঙ্গী রুটে একটি বিশেষ ট্রেন এবং ঈশ্বরদী-টঙ্গী-ঈশ্বরদী রুটে দুই জোড়া স্পেশাল ট্রেন চলবে।
আগামী ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি ইজতেমার প্রথম পর্ব এবং চার দিন বিরতি দিয়ে ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা হবে।