মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ঘাটের কাছে পদ্মায় পণ্যবাহী রজনীগন্ধা ফেরিডুবির ঘটনায় নিখাঁজ ফেরিটির সহকারী ইঞ্জিন চালক মো. হুমায়ুন কবিরের (৩৯) লাশ দাফন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামের পূর্ব মাটিভাঙ্গা মোন্তাজিয়া দাখিল মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে হুমায়ুন কবিরের মৃতদেহ দাফন করা হয়।
হুমায়ুন কবিরের ছোট ভাই রফিকুল ইসলাম শাওন জানান, সোমবার বিকাল ৪টার দিকে পাটুরিয়া ফেরিঘাট থেকে প্রায় ১৩ কিলোমিটার ভাটিতে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকায় পদ্মা নদী থেকে আমার ভাই হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করা হয়। এরপর মৃতদেহ বাড়ি এনে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে।