নেত্রকোনার কেন্দুয়ায় বহুদিনের প্রত্যাশিত রাজঘাট ডি.ইউ.আলিম মাদ্রাসার চারতলা বিশিষ্ট (একতলা কমপ্লিট) আধুনিক বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে।
রোববার (২৮ জানুয়ারি) দুপুরে কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মাদ্রাসার গভনিং বডির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো:নুরুল ইসলাম মাদ্রাসার চারতলা বিশিষ্ট (একতলা কমপ্লিট) আধুনিক বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভিত্তিপ্রস্তর শেষে সভাপতি তাঁর বক্তব্যে বলেন, মাদ্রাসার সকল যৌক্তিক চাহিদা পুরনে তাঁর পূর্ণ সমর্থন ছিল পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে অধ্যক্ষ ও শিক্ষকগদেরকে নির্দেশ প্রদান করেন। বহুতল বিশিষ্ট আধুনিক এই পাকা দালান মঞ্জুরে সরকার ও সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা জানান তিনি।
মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আশরাফুল ইসলাম তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এই নতুন বিল্ডিং হওয়াতে শিক্ষার্থীদের অবকাঠামোগত আর কোনো সমস্যা থাকবে না পাশাপাশি শিক্ষার গুণগত মান রক্ষাতে এই অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় নেত্রকোনা জেলা ফ্যিসিলিটিজ বিভাগের ইঞ্জিনিয়ার মো: আরিফুল ইসলাম, শিক্ষক- আনোয়ার হোসেন, মো.মোসলেম উদ্দিন, ফজলুল হক,গভনিং বডির সদস্যবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ, সাবেক ও কর্মরত শিক্ষক কর্মচারীগণ , অভিভাবক ও প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।