বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
ঘাটাইলে অবৈধ ইটভাটায় অভিযানে ৫ লাখ টাকা জরিমানা
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ৭:০৫ PM
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানাসহ প্রায় ১০ লাখ টাকার কাঁচা ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর। 

সোমবার (২৯ জানুয়ারি) টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তর ঘাটাইল উপজেলায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় উপজেলার রসুলপুর এলাকায় মেসার্স সালাম/সাগর ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 

এসময় রসুলপুরের আরো দুটি ভাটায় মেসার্স তিতাস ব্রিকস ও মেসার্স যমুনা ব্রিকস এর কিলন সম্পূর্ণরূপে ভেঙে আনুমানিক ১০ লাখ টাকার কাঁচা ইট নষ্ট করে কার্যক্রম বন্ধ করে দেয়া হয় এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ইটভাটা পরিচালনার জন্য মালিকগণকে নির্দেশনা প্রধান করা হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় অবৈধভাবে ইট তৈরি করায় ইটভাটাগুলো ধ্বংস করা হয়েছে। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত