কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিএএফ শাহীন কলেজের সম্মুখের রাস্তা থেকে ২৫ পিস ইয়াবা টেবলেটসহ এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (৩১ জানুয়ারি) ভোর রাতে কয়েস মিয়া (২৬) নামে এক ব্যক্তির কাছ থেকে ২৫ পিস ইয়াবা টেবলেট সহ আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদদের ভিত্তিতে বিএএফ শাহিন কলেজ সংলগ্ন শমশেরনগর-কুলাউড়া সড়কে পুলিশ অবস্থান করলে টের পেয়ে মাদক পাচারকারীরা দৌড়ে পালানোর সময় পুলিশ একজনকে আটক করে। আটক কয়েস মিয়া উপজেলার পতনউষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য্য গ্রামের জমসেদ মিয়ার ছেলে।
এসময় পলিথিনে মোড়ানো গোলাপি রংয়ের ২৫ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির এস.আই জাকির হোসেন বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
সত্যতা স্বীকার করে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আকনজি বলেন, ২৫ পিস ইয়াবা টেবলেটসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।