বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
মানিকগঞ্জে স্ত্রীকে এসিড মেরে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৩৮ PM আপডেট: ০২.০২.২০২৪ ৪:৫৪ PM
পারিবারিক কলকের ধরে এসিড মেরে স্ত্রী হত্যার অভিযোগে নাঈম মল্লিক নামে এক যুবকের মৃত্যুদন্ডাদেশ প্রদান করেছে মানিকগঞ্জের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত। 

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুরে বিজ্ঞ বিচারক জয়শ্রী সমাদ্দার আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। নাঈম (৩১) মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামের মৃত নিজাম উদ্দিনের পুত্র। 

আদালত সূত্র জানায়, ২০২২ সালের ২৯ জানুয়ারি রাত ১ টার দিকে আর আসামী নাঈম স্ত্রী সাথী আক্তারের শয়ন কক্ষের জানালা দিয়ে এসিড ছুড়ে। এতে স্ত্রী সাথী ও তার মা জালেখা বেগম এবং ছোট বোন ইতি আক্তার ঝলসে যায়। বিগত ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। 

এ ব্যাপারে সাথীর মামা লাল মিয়া বাদী হয়ে সাটুরিয়া থানায় মামলার রুজু করে। নাঈমকে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দেয় এলিট ফোর্স রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ন।

পরে প্রয়োজনীয় পুলিশী তদন্ত শেষে ১০ এপ্রিল  আদালতে অভিযোগ পত্র দাখিল করে সাটুরিয়া থানা পুলিশ । বিজ্ঞ আদালত দীর্ঘ সাক্ষ্য প্রমাণ, শুনানি ও যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার এই মৃত্যুদণ্ডাদেশ প্রদান করে।

রাষ্ট্র পক্ষের আইনজীবী মথুর নাথ সরকার বলেন, এই রায় ন্যায় বিচারের প্রতিফলন ঘটেছে। সাথীর পরিবার ন্যায় বিচার পেয়েছে। 

উল্লেখ্য, ২০২০ সালে সাটুরিয়া উপজেলার ধানকোড়া  ইউনিয়নের কাটাখালি  কাজীপাড়া গ্রামের আব্দুস সাত্তারের মেয়েকে বিয়ে করে নাঈম। বনি বণদ না হওয়ায়  সাথী(২৫) নাঈমকে তালাক প্রদান করা। এতে ক্ষিপ্ত হয়ে আসামি নাঈম স্ত্রী সাথীকে এসিড দগ্ধ করে হত্যা করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত