চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে এক কিশোরসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার শিবগঞ্জ-ভোলাহাট সড়কের ঘোষলাদায় এলাকার একটি আম বাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন উপজেলার শিয়ালমারা গ্রামের গোদুর ছেলে মিলন (২৫), একই গ্রামের মিজানুর ইসলামের ছেলে রাব্বানী (২৫), এবাদুলের ছেলে সানাউল (১৯) শরিফুলের ছেলে পলাশ(১৮), ভুট্টুর ছেলে মঈন আলী(১৮) ও ১৭ বছর বয়সী এক কিশোর।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জান হোসেন জানান, গ্রেফতারদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহারিত একটি চার্জার ভ্যান জব্দ করা হয। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।