বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
রাজবাড়ীতে হেলমেট না থাকায় লক্ষাধিক টাকা জরিমানা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৫৮ PM
সড়ক দুর্ঘটনা রুখতে রাজবাড়ী জেলা পুলিশের অভিযানের প্রথম দিনে মোটরসাইকেল আরোহীদের হেলমেট না থাকায় ১লাখ ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৪ ফেব্রুয়ারি) রাজবাড়ী শহরের বড়পুলস্থ্য মোড়ে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।

অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মো: রেজাউল করিম বলেন, রাজবাড়ীতে সড়ক দূর্ঘটনা রোধে পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে।

যারা মোটরসাইকেল চালক হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছেন তাদের মাথায় হেলমেট নেই, আবার পেছনের আসনে অন্যজন নিয়ে মোটরসাইকেল চালাচ্ছেন তাদেরও হেলমেট নেই। এতে দূর্ঘটনার কারনে মৃত্যু হতে পারে। আজকে অভিযানে মোট ৩৩টি মামলা প্রদান করা হয়েছে এবং ১লাখ ৬ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হবে। জনস্বার্থে এরুপ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত