রাজাপুর উপজেলার মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগার তৃতীয়বারের মতো ২০২৪ সালে ঝালকাঠী জেলার সেরা বেসরকারি পাঠাগারের স্বীকৃতি পেয়েছে।
পাঠাগারের শ্রদ্ধাভাজন সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (নি.) বীর মুক্তিযোদ্ধা মো. মনোয়ার হোসেন মিয়া আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা সরকারি গ্রন্থাগার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহণ করেন।
এ অর্জন মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগার পরিবারের সকল সদস্যের। হৃদয় নিংড়ানো ভালোবাসা ও কৃতজ্ঞতা সংশ্লিষ্ট সকলের প্রতি। শ্রদ্ধা ও কৃতজ্ঞতা ঝালকাঠী জেলার সুযোগ্য জেলা প্রশাসক এবং ঝালকাঠী জেলার সরকারি গ্রন্থাগারের সৃজনশীল সিনিয়র লাইব্রেরিয়ান মহোদয়সহ সংশ্লিষ্ট গুণী বিচারকমণ্ডলীর প্রতি।
প্রসঙ্গত, এ গণপাঠাগারটি এর আগে ২০১৯ ও ২০২০ সালেও এ স্বীকৃতি অর্জন করে। ২০১৮ সালে উক্ত গণপাঠাগারটি গণগ্রস্থাগার অধিদপ্তর নিবন্ধনভুক্ত হয়। এ গণপাঠাগারটি রাজাপুর উপজেলার নিজ গালুয়ায় অবস্থিত। এটি সপ্তাহের শনিবার হতে বুধবার সকাল দশটা হতে দুপুর দুইটা এবং বিকাল চারটা হতে সন্ধ্যা সাতটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকে। গ্রামের সব বয়সের নারী ও পুরুষ পাঠকের কথা বিবেচনা করে পৃথক পৃথক পাঠ কর্নারের ব্যবস্থা রাখা হয়েছে। শিশুদের জন্য রয়েছে শিশু কর্নার।
অতীত ইতিহাস থেকে শুরু করে সমসাময়িক সকল বিষয় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা, সাহিত্য, ধর্মীয়, অর্থনৈতিক, কৃষিনির্ভর, পাঠ্যবই, বিজ্ঞান বিষয়ক, আইটি, আইন ও বিধি, সাধারণ জ্ঞান, জ্ঞানকোষসহ রয়েছে দুই সহস্রাধিক বইয়ের সংগ্রহ ও সংরক্ষণ।