টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা হলরুমে সংবাদকর্মীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, প্রেক্লাবের উপদেষ্টা বদিউজ্জামান খান, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি শাহ আলম প্রমানিক, আসাদুল ইসলাম বাবুল, আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাবেক সহ-সভাপতি আব্দুল আলিম আকন্দ, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাবেক সম্পাদক আখতার হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সৈয়দ মাসুদুল হক টুকু, সাবেক যুগ্ম সম্পাদক জুলিয়া পারভেজ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া, অর্থ সম্পাদক মামুন সরকার, আনন্দ টিভির জেলা প্রতিনিধি আল আমিন শোভনসহ প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।