বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
টঙ্গীতে দু’পক্ষের সংঘর্ষ তিন আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:২১ PM
টঙ্গীর গাজীপুরা এলাকায় একটি মোবাইল ফোন প্রস্তুতকারী কারখানার বর্জিত মালামাল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পশ্চিম থানা পুলিশ। মঙ্গলবার ভোররাতে স্থানীয় গাজীপুরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা কাজীবাড়ি এলাকার মৃত কাজী আব্দুল আওয়ালের ছেলে কাজী হুমায়ুন(৪৪) ও তার বড় ভাই কাজী কামাল(৪৭)। জ্জামান ওরফে আসাদুজ্জামান জনি(৪০)। এরা তিনজনই আওয়ামীলীগ নেতা।

মামলা সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টায় গাজীপুরা সাতাইশ রোডে একটি মোবাইল ফোন প্রস্তুতকারী কারখানার বর্জিত মালামাল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ জন আহত হয়। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে স্থানীয় ব্যবসায়ী কুদ্দুস গুরুতর আহত হয়। এঘটনায় বাদী হয়ে ব্যবসায়ী কুদ্দুস ১২জনকে আসামী করে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন।

টঙ্গী পশ্চিম থানার ওসি সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত