সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
প্রাক্তনের প্রেমপত্র দিয়ে টয়লেট টিস্যু বানানোর সুযোগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৩৪ PM আপডেট: ০৯.০২.২০২৪ ৪:৪২ PM
একবিংশ শতাব্দীতে এসে প্রেমপত্র লেখার অভ্যাস হয়তো কারও নেই। তবে একটা সময় ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম ছিল চিঠি। সম্পর্ক না থাকলেও অনেকে প্রাক্তনের এক সময়ের প্রেমপত্র জমিয়ে রাখেন। এসব চিঠি কাউকে আন্দোলিত করে আবার কারও ভেতর জন্মায় ক্ষোভের সঞ্চার।
 
সামনে আসছে ভ্যালেন্টাইন ডে বা ভালোবাস দিবস। এই উপলক্ষে প্রিয় মানুষকে ভালোবাসা জানানোর ঘটনা তো অহরহ। এজন্য বিভিন্ন কোম্পানি প্রতিবছর উপহারসামগ্রী তৈরিসহ নানা পরিকল্পনা হাতে নেয়। তবে যাদের বিচ্ছেদ হয়েছে তাদের জন্যও মজার মজার কর্মসূচি রয়েছে পশ্চিমা দেশের বিভিন্ন কোম্পানির। মার্কিন সংবাদমাধ্যম ইউপিআইয়ের এক প্রতিবেদনে এমন মজার এক কর্মসূচির কথা জানা গেল।

২০১২ সালে প্রতিষ্ঠিত ‘হু গিভস আ ক্র্যাপ’ নামের পরিবেশবান্ধব একটি টয়লেট টিস্যু কোম্পানি ভালোবাসা দিবস উপলক্ষে অভিনব কর্মসূচির ঘোষণা করেছে। জনসাধারণকে ভালোবাসা দিবসে তাদের প্রাক্তনদের কাছ থেকে পাওয়া পুরানো প্রেমপত্রগুলো রিসাইকেল করে বাথরুমের টিস্যুতে পরিণত করার সুযোগ দিচ্ছে কোম্পানিটি।

‘ফ্লাশ ইয়োর এক্স’ নামের এই কর্মসূচির মাধ্যমে তারা আপনার পুরোনো প্রেমপত্রগুলোকে টয়লেট টিস্যুতে পরিণত করবে। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে টয়লেট টিস্যু কোম্পানিটি এই কর্মসূচির কথা জানায়। সেখানে ওয়েবসাইটের ঠিকানায় প্রাক্তনের প্রেমপত্রগুলো পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

কোম্পানিটি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তাদের ঠিকানায় প্রেমপত্র আহ্বান করছে। চিঠি গ্রহণের শেষ তারিখ ২৯ ফেব্রুয়ারি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত