বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
মোরেলগঞ্জ ওসির অসৌজন্যমূলক আচরণে প্রেস ক্লাবের নিন্দা
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:২৭ PM
বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতির সাথে মোবাইল ফোনে থানার ওসির অসৌজন্যমূলক আচারনে প্রতিবাদে ক্ষোভ প্রকাশ ও নিন্দা জানিয়েছেন এক জরুরি সভা করেছেন প্রেস ক্লাবের সদস্যরা।

 শনিবার বেলা ১০টায় প্রেস ক্লাবের এ সভা থেকে ওসির এ ধরনের অসৌজনৗমূলক আচারনের তীব্র নিন্দা ও প্রতিবাদ  ক্ষোভ প্রকাশসহ আগামি এক সপ্তাহের মধ্যে এ ঘটনার সন্তোষজনক সমাধান না হলে পরবর্তীতে ভিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।  
 
 সভায় নেতৃবৃন্দ বলেন,  গত বুধবার পৌরসভার উত্তর সরালিয়া গ্রামে জমি দখলের অভিযোগ তুল প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন আজিজুর শরীফ ও তার স্ত্রী জেসমিন বেগম। সাংবাদিক সম্মেলনের পরে ঘটনাটি সরেজমিনে দেখে খোঁজ খবর নিয়ে ‘মধ্যরাতে জমি দখল করে ঘর নির্মাণ, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ওসির অস্বিকার’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে ৭ ফেব্রুয়ারি সংবাদ প্রকাশ করা হয়। 

সংবাটি দেখে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন তার অফিসিয়াল ফোন দিয়ে প্রেস ক্লাব সভাপতি মশিউর রহমান মাসুমের নিকট খোঁজ খবর নেন। এক পর্যায়ে তিনি বলেন, ‘সাংবাদিকরা পুলিশের পাছায় আঙ্গুল দেয়’। এর পরেই ফোন কেটে দেন।

এ সময় প্রতিবাদ সভা আলোচনা করেন প্রেসক্লাবের সভাপতি মশিউর রহমান মাসুম (বাংলাদেশ প্রতিদিন), সাধারণ সম্পাদক রাজীব আহসান রাজু(দৈনিক জনতা), গণেশ পাল (দৈনিক জনকন্ঠ), মেহেদী হাসান লিপন (ইত্তফাক), রফিকুল ইসলাম মাসুম (যুগান্তর), ফজলুল হক খোকন (সমকাল), এইচ.এম মইনুল ইসলাম(আজকের পত্রিকা), হেমায়েত হোসেন হিম (দৈনিক স্পন্দন), এম.পলাশ শরীফ(প্রতিদিনের বাংলাদেশ), শেফালি আক্তার রাখী (বাংলাদেশ বুলেটিন), শাজাহান আলী খান (দৈনিক মানবজমিন প্রতিনিধি) ও মাহবুবুর রহমান(আজকের সংবাদ)
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত