মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
দাকোপে শিক্ষক সমিতির ভোট
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:১৫ PM
খুলনার দাকোপে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে বিপুল ভোটে আশিষ কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক পদে পিযুষ কান্তি মজুমদার নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চালনায় শিক্ষক সমিতির কার্যালয়ে উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ৭৬৮ জন ভোটারের মধ্যে ৭৫০ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন।

 সভাপতি পদে আশিষ কুমার মন্ডল ৪৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি¦ প্রার্থী আদিত্য নারায়ন সরদার পেয়েছেন ২৫৭ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী পিযুষ কান্তি মজুমদার পেয়েছেন ৪৪০ ভোট। 

নিকটতম প্রার্থী সমীরন রায় পেয়েছেন ৩০২ ভোট। সহ-সভাপতি পদে ৭জন প্রার্থীর মধ্যে পরিমাল কান্তি মিস্ত্রী ৫৬২, সমারেশ চন্দ্র সানা ৫৪০, গৌরপদ মন্ডল ৫০৪, সরস্বতী মন্ডল ৪২৩ এবং মোঃ আকবর হোসেন ৪০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । অন্যান্য পদের মধ্যে প্রচার সম্পাদক পদে বিপ্রদাস মন্ডল ৫১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

 সমাজকল্যান সম্পাদক পদে জি এম কাউয়ুম হোসেন ৪০৪ ভোট পেয়ে নির্বাচীত হয়েছেন। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে বিদ্যুৎ কবিরাজ, অর্থ সম্পাদক মোঃ রমজান আলী সানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক চিন্ময় মিস্ত্রি, সাংগঠনিক সম্পাদক নিহার রায়, ক্রীড়া সম্পাদক মনিশংকর বর্মন এবং মহিলা সম্পাদক পদে ডরোথী পটোয়ারী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচীত হয়েছেন। নির্বাচন পরিচালনায় কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন স্বপন মহলদার, নিহার রঞ্জন রায়, অশোক কুমার সরকার, শিকদার মনিরুজ্জামান এবং অজয় কুমার রায়। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত