বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
ময়মনসিংহে চার মোটরসাইকেল চোর গ্রেপ্তার
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৪০ PM
ময়মনসিংহে মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চারটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহ নগরীর শহিদুল ইসলামের ছেলে মো. আরিফুল ইসলাম (৩০), রমজান আলীর ছেলে পিয়াল হাসান (২৫), আজিজুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম (৩০) এবং ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলার সাইদ মিয়ার ছেলে মুসা মিয়া (৩৫)।

রবিবার বিকালে কোতোয়ালী মডেল থানা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে শনিবার দিবাগত রাতে গাজীপুর জেলার জয়বদেবপুর থানার সিড়ির চালা কাইয়াপাড়া এবং ব্রাহ্মনবাড়িয়ার কসবা থানার গোপীনাথপুর বংশীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চোর চক্রটি দীর্ঘদিন যাবত বিভিন্ন জায়গায় মোটরসাইকেল চুরি করে আসছিল। গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময় বিভিন্ন নাম-ঠিকানা ব্যবহার করে মোটরসাইকেল চুরি করে আসছিল। গ্রেপ্তারকৃত চারজনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার অভিযান চলছে বলেও জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত