নিখোঁজের ৬ দিন পর সন্ধ্যা নদী থেকে আল আমিন আকনের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সন্ধ্যা নদীর প্লাসঘাট নামক স্থান থেকে ভাসমান অবস্থায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করে তার আত্মীয় স্বজনরা বাররা গ্রামে নীজ বাড়িয়ে নিয়ে যায়।পুলিশ সূত্রে জানা যায় এ বিষয়ে নেছারাবাদ থানায় একটি ইউডি মামলা হবে।
নিহত আল আমিন আকন বয়স ৪০ সে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বররা গ্রামের লাল চান আকনের বড় ছেলে। সে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। এবং গত পাঁচ দিন পর্যন্ত নদীতে আল আমিন আকন এর সন্ধান চেয়ে মাইকিং করা হয়েছে
তার পরিবার সূত্রে জানা যায়, আল আমিন আকন গত শনিবার রাতে নদীতে বেড় জাল মাছ ধরতে যায়। সে নৌকা তীরে রেখে ধুমপান করার জন্য উপরে ওঠে কিন্তু তার নৌকা ভেসে নদীর মাঝখানে চলে যায়। তখন সে নৌকা আনার জন্য জামা কাপড় খুলে নদীতে নামে। প্রচন্ড শীতে নৌকা নিয়ে আর ফেরত আসতে পারেনি এবং সেখানেই সে ডুবে যায় এমনটাই জানান আল আমীনের বাবা লাল চান আকন। লাশ তার পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
নেছারাবাদ থানার ওসি তদন্ত এইচ এম শাহীন জানান, তার পরিবারের মাধ্যমে জানতে পারি আল আমিন আকন মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে যায়। আজ ৬দিন পরে তার অর্ধগলিত লাশ নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।এ বিষয়ে নেছারাবাদ থানায় একটা ইউডি মামলা করা হবে।
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |