টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে সিফাত মিয়া নামের এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিফাত উপজেলার নরদহি চকপাড়া গ্রামের মোঃ সিদ্দিক হোসেনের ছেলে।
কালিহাতী থানার এসআই মোবারক জানান, সকালে এলেঙ্গা বাজার এলাকায় চান মাহমুদের পাঁচতালা ভবনের রংয়ের কাজ করছিলেন সিফাত।
এসময় ভবনের পাশে থাকা ১১ হাজার ভোল্টের তাড়ে জড়িয়ে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার শরীরের সম্পুর্ন পুড়ে যায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।