শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
শ্রীমঙ্গলে দু'দিনে রেকর্ড ৭২.৬ মিলিমিটার বৃষ্টিপাত
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৩৮ PM আপডেট: ২৩.০২.২০২৪ ৩:৪৭ PM
শ্রীমঙ্গলে দু'দিনে রেকর্ড ৭২.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে আজ শুক্রবার দুপুর ১২ টা পর্যন্ত শ্রীমঙ্গল আবহাওয়া অফিস ৭২.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান আনিস এসব তথ্য জানিয়ে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ১৫ নটিক্যাল মাইল অর্থাৎ ২৭.৭৯ কিলোমিটার।

শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট সুত্র জানায়, চলতি চা মৌসুমের শুরুতে এই বৃষ্টিপাত চা শিল্পে ভাল সুফল বয়ে আনবে। মাটিতে ময়েশ্চার থাকবে। দ্রুত চা গাছে কৃুঁড়ি আসবে। মৌসুমের শুরুতে এ বৃষ্টি এবারও চা শিল্পে বাম্পার চা উৎপাদনের আশা করা হচ্ছে।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন জানান, এ বৃষ্টি বোরো ধানের জন্য বিশাল উপকারে আসবে। বোরো ধানের জন্য সেচ দরকার ছিল। এ বৃষ্টির ফলে আগামী ১৫/২০ দিন আর সেচের দরকার হবে না।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত