বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
ডোমারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৩:৫৫ PM
“দুযোর্গ প্রস্তুতিতে লড়বো,স্মার্ট সোনার বাংলা গড়বো”স্লোগানে নীলফামারীর ডোমারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মহড়া,র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার(১০মার্চ) সকাল সাড়ে আটটায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতির মহড়া দেখান ডোমার ফায়ার ও সিভিল স্টেশনের সদস্যরা। এরপর সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি র‌্যালি বের করা হয়। 

র‌্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মামুদ।দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি ও কারন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ডোমার ফায়ার সার্ভিস এর ওয়্যার হাউজ ইন্সপেক্টর সাইয়েদ মো. ইমরান।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, মৎস্য কর্মকর্তা মামুনুর রশীদ,যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান,সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা হাবীব মর্তুজা,সাংবাদিক মজাফ্ফর আলী প্রমূখ বক্তব্য দেন।
                                                     
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত