সমকামি বিয়ে, দুই কন্যার জন্ম অস্ট্রেলিয়ার মন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৩:০৯ PM
 প্রায় দু’দশক ধরে সম্পর্ক পেনি ও সোফির। সোফি পেনির (৫৫) থেকে সাত বছরের ছোট। তাঁদের দুই কন্যা। অ্যালকজান্দ্রার ১১ এবং হানার বয়স ৮ বছর। আইভিএফ পদ্ধতির মাধ্যমে দুই কন্যার জন্ম।
দীর্ঘদিনের সঙ্গী সোফি অ্যালোয়াশেকে গতকাল বিয়ে করলেন অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং। পেনিই দেশের প্রথম মহিলা সমকামী এমপি, যিনি বিয়ে করলেন।
সমাজমাধ্যমে দু’জনের ছবি দিয়ে এক পোস্টে পেনি লিখেছেন, আমরা খুশি কারণ, “পরিজন ও বন্ধুদের অনেকে এই বিশেষ দিনটা আমাদের সঙ্গে কাটালেন।” দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে বিয়ের অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ়ি এবং তাঁর বান্ধবী। ছিলেন দেশের স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার-সহ পেনি ঘনিষ্ঠ বেশ কয়েক জন রাজনীতিবিদ।
প্রায় দু’দশক ধরে সম্পর্ক পেনি ও সোফির। সোফি পেনির (৫৫) থেকে সাত বছরের ছোট। তাঁদের দুই কন্যা। অ্যালকজান্দ্রার ১১ এবং হানার বয়স ৮ বছর। আইভিএফ পদ্ধতির মাধ্যমে দুই কন্যার জন্ম।
২০০২ সাল থেকে সেনেটর রয়েছেন ইয়ং। তিনিই প্রথম এশিয়া বংশোদ্ভূত, যিনি অস্ট্রেলিয়ার মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। অন্য দিকে সোফি স্বাস্থ্য দফতরের কর্মী।
প্রসঙ্গত ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় সমকামী বিয়ে আইনি স্বীকৃতি পায়। সমকামীদের বিয়ের দাবিতে আন্দোলনেও যুক্ত ছিলেন পেনি। এ নিয়ে বিতর্কে পেনির বক্তব্য প্রভাবিত করেছিল দেশবাসীকে।
Also News Subject: সমকামি বিয়ে জন্ম
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com. কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
|