মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
আবিরের রঙে রাঙা হবেন কি তাঁরা? না কি অন্য পথে হাঁটছেন নবদম্পতিরা?
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ২:০৭ PM আপডেট: ২১.০৩.২০২৪ ২:১৬ PM
সারা বছরই তাঁদের ব্যস্ততার মধ্যে কাটছে। অধিকাংশ সময় কেউ ব্যস্ত শুটিংয়ে। কেউ আবার ব্যস্ত লোকসভা নির্বাচন নিয়ে। তবে দোলের সময়টা টলিপাড়ায় শুটিং বন্ধ, দুটো দিন খানিক আনন্দে হইহুল্লোড় করেই কাটাবেন তারকারা। এ বছর টলিপাড়ায় রয়েছেন বেশ কিছু নবদম্পতি। বিয়ের পর এটাই তাঁদের প্রথম রং উৎসব। 

আবিরের রঙে রাঙা হবেন কি তাঁরা? না কি অন্য পথে হাঁটছেন টলিপাড়ার নবদম্পতিরা? প্রথম বছরের দোল কী ভাবে উদ্‌যাপন করছেন তাঁরা? পরিকল্পনা জানালেন সৌরভ-দর্শনা থেকে কাঞ্চন-শ্রীময়ী ও সৌম্য-সন্দীপ্তা।

গত বছর ১৫ ডিসেম্বর ধুমধাম করে বিয়ে হয়েছে সৌরভ দাস ও দর্শনা বণিকের। যদিও বিয়ের পর থেকেই ব্যস্ত দু’জনে। মধুচন্দ্রিমায় যাওয়ার ফুরসত পাননি তাঁরা। সম্প্রতি দুবাই থেকে সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলে ফিরেছেন সৌরভ। তবে রঙের উৎসবে কোনও কাজ রাখছেন না তাঁরা। দর্শনা জানান, ওই দিন বাড়িতে পুজো দেবেন। বলা ভাল, গৃহপ্রবেশের অনুষ্ঠানটা ওই দিনই সারবেন তাঁরা। 

অভিনেত্রী কথায়, ‘‘চেতলায় যে ফ্ল্যাটে থাকি, তার অন্দরসজ্জার কাজ শেষ না হওয়ায় সে ভাবে পুজো দিতে পারিনি। দোলের দিন সেটাই করব। কিছু বন্ধুকে ডাকব। সন্ধ্যায় সৌরভের বেহালার বাড়িতে যাব। আমার শ্বশুরবাড়ির ছাদটা খুব সুন্দর। বিয়ের আগে আমি সৌরভের মা-বাবা-বোন সেখানে সারা রাত আড্ডা দিয়ে কাটিয়েছি। ওটা আমাদের হুল্লোড় করার একটা জায়গা।’’ কিন্তু, দোলের দিন ভাং খাওয়ার চল রয়েছে। তেমন কিছুর আয়োজন কি করছেন তাঁরা? এ ক্ষেত্রে প্রবল অনীহা দর্শনার। অভিনেত্রী বছর দুয়েক আগে এক বার সৌরভের সঙ্গে ভাং খাওয়ার অভিজ্ঞতা যে খুব ভাল নয়, সেটাই জানান। 

দর্শনার কথায়, ‘‘২০২২ সালে নীল-তৃণার বাড়িতে এক বার আয়োজন করা হয়েছিল। তখন সদ্য আমি আর সৌরভ সম্পর্কে জড়িয়েছি। আমি কোনও দিনই ভাং খাইনি। কিন্তু ঝোঁকের বশে খাওয়ার পর নাক-কান মুলেছি, আর কখনও খাব না, সৌরভেরও একই অবস্থান এ ক্ষেত্রে।’’

টলিপাড়ার আরও এক নবদম্পতি সন্দীপ্তা সেন ও সৌম্য মুখোপাধ্যায়। গত বছর ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েছেন তাঁরা। সদ্য প্যারিস ঘুরে এসেছেন। বিয়ের পর তাঁদেরও প্রথম বছর। কিন্তু, এ বছর দোলে কলকাতায় থাকছেন না তাঁরা। বেঙ্গালুরুতেই কাটবেন রঙের উৎসব। 

সন্দীপ্তা জানান, তাঁর বান্ধবীর সন্তান হয়েছে। তাকে দেখতে ওই সময় বেঙ্গালুরু যাবেন তাঁরা। এ ছাড়াও রং খেলতে তাঁরা কেউই ভালবাসেন না। কিন্তু যে হেতু প্রথম বছর বন্ধুদের বাড়িতে কাটাবেন, সে হেতু সন্ধ্যার দিকে অল্প আবিরে রাঙা হতেই পারেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত