মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫ ১৪ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫
মানিকগঞ্জে ২ দিনব্যাপী মিডিয়া প্রশিক্ষণ কর্মশালা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪, ৪:৩১ PM আপডেট: ২৪.০৩.২০২৪ ৪:৫৯ PM
মানিকগঞ্জে কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক ২ দিনব্যাপী মিডিয়া প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল গ্রীনগ্রান্ডস ফান্ড ইউএসএ এবং বেসরকারী উন্নয়ন সংস্থা বারসিক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। 

রোববার (২৪ মার্চ) বিকেলে স্থানীয় আরব ভবন মিলনায়তনে কর্মশালা সমাপ্ত ঘোষণা করা হয়। মিডিয়া প্রশিক্ষণ কর্মশালায় মানিকগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালায় বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় এর সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম এর সঞ্চালনায় রিসোর্স পারসন হিসেবে সহায়ক ভূমিকা পালন করেন বারসিক পরিচালক ও গবেষক পাভেল পার্থ। 

অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মো.আমিনুল ইসলাম, হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি মো. আবেদ খান, সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বাদশা, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, সাংবাদিক সাধন সূত্রধর, নাহিদুল ইসলাম হদয়, দিশারী সমন্বয়কারি হাসান সিকদার, ইয়ুথ গ্রীণ ক্লাবের সভাপতি মিজানুর রহমান হৃদয়, শিক্ষক শাহাদাত হোসেন সাইজি, একটিভিস্ট আলফে সানি, নুরুল ইসলাম, মো. আলামিন মিয়া প্রমুখ। 

বক্তারা বলেন, খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য, জৈব কৃষি চর্চা বৃদ্ধিসহ স্থায়িত্বশীল কৃষি ব্যবস্থা নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত