রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
ডোমারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবগঠিত ছাত্রলীগ কমিটির শ্রদ্ধাঞ্জলি
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৪:৫০ PM আপডেট: ২৫.০৩.২০২৪ ৫:১০ PM
নীলফামারী জেলার ডোমার উপজেলা ছাত্র লীগের কমিটি গঠন করা হয়েছে। মেহেদী হাসান আকাশ সভাপতি ও সোহানুর রহমান সোহানকে সাধারন সম্পাদক করে সহসভাপতি ও সম্পাদকীয়সহ ৪৪টি পদে নাম ঘোষনা দিয়ে কমিটি প্রকাশ করেন জেলা ছাত্রলীগ।

সোমবার (২৫ মার্চ) দুপুরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

২৪ মার্চ রবিবার রাতে নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল ও সাধারন সম্পাদক মাসুদ সরকার স্বাক্ষরিত ডোমার উপজেলা ছাত্রলীগের কমিটি প্রকাশ করা হয়।কমিটিতে সহ সভাপতি পদে ২০টি, যুগ্ন সাধারন সম্পাদক পদে ৮টি,সাংগঠনিক পদে ৭টি ও অন্যান্য সম্পাদকীয় পদে ৭জনের নাম ঘোষনা করা হয়।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, জেলা পরিষদ সদস্য মনজুর আহমেদ ডন,সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সব্যসাচী রায়,সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি বিজয় রায়, নব গঠিত কমিটির সভাপতি মেহেদী হাসান আকাশ, সাধারন সম্পাদক সোহানুর রহমান সোহানসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত