খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় স্ত্রীকে হত্যার মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার এসআই মাসুদ আলম পাটওয়ারী, মোঃ শাহনেওয়াজ পিপিএম ও এ এস আই কামরুল আরেফীন চৌধুরী আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামী বিল্লাল হোসেন(৪০)কে গ্রেফতার করে।ৎ
গ্রেপ্তারকৃত আসামী মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের মন্টু মিয়ার ছেলে। মাটিরাঙ্গা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে আইনী প্রক্রিয়া শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।