ময়মনসিংহের তারাকান্দায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মা-বাবাসহ তিনজন আহত হয়েছেন।
রোববার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে শেরপুর-ময়মনসিংহ সড়কের তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা দুই ভাই-বোনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের বাবা-মা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।