বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
বুয়েটে আন্দোলনকারীদের শাস্তি চাইলেন সাবেক ছাত্রলীগ নেতারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৮:০৫ PM
আন্দোলনের নামে বুয়েটে অচলাবস্থা সৃষ্টির দায়ে সাধারণ শিক্ষার্থীর নামে হিজবুত তাহরীর, শিবির ও উগ্র মৌলবাদের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বুয়েট ছাত্রলীগের সাবেক নেতারা।

সোমবার (১ এপ্রিল) বুয়েট প্রশাসনের সঙ্গে বৈঠক থেকে বের হয়ে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশে (আইইবি) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান আইইবির সভাপতি ও বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুস সবুর।

তিনি বলেন, বুয়েটের আপামর ছাত্রছাত্রীরা জঙ্গি, মৌলবাদীদের সবসময় প্রতিরোধ করে, যার প্রমাণ আমরা বারবার পেয়েছি। জঙ্গি ও সাম্প্রদায়িকতা বিরোধী অবস্থানের জন্য ছাত্রলীগ নেতা, বুয়েটের মেধাবী ছাত্র আরিফ রায়হান দীপকে নজরুল ইসলাম হলে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ বুয়েটের ছাত্রছাত্রীরা সবসময় সন্ত্রাসকে তীব্রভাবে প্রতিহত করার ফলে ক্যাম্পাসে সনি, আবরার হত্যাকারীদের ঠাঁই হয়নি। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি, প্রগতির চাকাকে উল্টে দিয়ে মতপ্রকাশের স্বাধীনতাকে বুয়েটে বারবার বাধাগ্রস্ত করা হচ্ছে।

বুয়েট ছাত্রলীগের সাবেক এ সভাপতি বলেন, ক্যাম্পাসে একটি চিহ্নিত গোষ্ঠী উগ্র মৌলবাদীদের মাধ্যমে এ পবিত্র ক্যাম্পাসকে ধীরে ধীরে মৌলবাদীদের আস্তানায় পরিণত করার চক্রান্তে লিপ্ত। তারই বহিঃপ্রকাশ হিসেবে গত ২৮ মার্চ রাষ্ট্রের সাংবিধানিক অধিকারকে ভুলণ্ঠিত করে একটি চক্র ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত হয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছাত্রছাত্রীদের নেতৃত্ব দানকারী বাংলাদেশ ছাত্রলীগকে সরাসরি অভিযুক্ত করে নিজেদের স্বার্থসিদ্ধি করতে চায়। আমরা বুয়েট ছাত্রলীগের প্রাক্তন নেতাকর্মীরা বুয়েটের এই অসহনীয় দমবন্ধ অবস্থার উত্তরণ চাই। তার জন্য সর্বপ্রথম এ ক্যাম্পাসে অরাজকতাকারীদের বিরুদ্ধে একাডেমিক কাউন্সিল কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা চাই। পাশাপাশি মুক্তবুদ্ধির আন্দোলনের দিশারী বুয়েটের ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের জন্য অবিলম্বে ক্যাম্পাসে স্বাধীন মত ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশে ছাত্ররাজনীতি চর্চার মাধ্যমে ক্যাম্পাসকে উন্মুক্ত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আহ্বান জানাচ্ছি।

এসময় পাঁচ দফা দাবি তুলে ধরেন আবদুস সবুর। দাবিগুলো–

১. বিগত ২৮ মার্চ থেকে বুয়েটে অচলাবস্থা ও অরাজকতা সৃষ্টির মাধ্যমে বুয়েটে টার্ম ফাইনাল পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রমে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২. ইমতিয়াজ রাব্বীর বিনা তদন্তে বেআইনিভাবে হল থেকে বহিষ্কারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে।

৩. বুয়েটের ভাবমূর্তি রক্ষার স্বার্থে টাংগুয়ার হাওরে গ্রেপ্তার ২৪ উগ্র-মৌলবাদীর বিরুদ্ধে বুয়েট কর্তৃপক্ষের একাডেমিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪. বুয়েটে নিষিদ্ধ হিজবুত তাহরীর, শিবিরসহ উগ্র-মৌলবাদী গোষ্ঠীর অপতৎপরতা বন্ধ করতে হবে এবং এদের মদদদানকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৫. ছাত্ররাজনীতি চালুর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে বুয়েটে সাম্প্রদায়িক রাজনীতির উত্থান বন্ধ করতে হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত