আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনে নীলফামারীর ডোমার উপজেলায় সম্ভাব্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে জেলা নির্বাচন ও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মতবিনিময় সভার আয়োজন করেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সকল মনোনয়ন পত্র আবশ্যিকভাবে অনলাইনে জমা দিতে হবে।অর্থাৎ নির্বাচন অফিস হতে মনোনয়নপত্র গ্রহন বা দাখিল করার প্রয়োজন নেই।শুধুমাত্র যাচাই বাছাইয়ের দিন রিটার্নিং কর্মকর্তা’র নিকট প্রয়োজনীয় দলিলপত্র জমা দিতে হবে।
তিনি আরো জানান, নির্বাচন কমিশনের ওয়েব সাইটে প্রবেশ করে ‘অনলাইনে মনোনয়নপত্র দাখিল’ লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন কাজ শেষ করতে হবে।
এসময় ডোমার উপজেলা নির্বাচন কর্মকর্তা নুর-ই-আলমসহ সম্ভাব্য চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীগণ উপস্থিত ছিলেন।