শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
পূর্বধলায় যাকাত সংগ্রহ বিষয়ক সেমিনার
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ১:২৫ PM
নেত্রকোনার পূর্বধলায় উপজেলা পর্যায়ে সরকারি যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার  (৪ এপ্রিল) সকালে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন পূর্বধলা উপজেলার ফিল্ড সুপারভাইজার আরিফ মাহমুদ’র সভাপতিত্ব সেমিনারে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খবিরুল আহসান। এসময়উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা মডেল কেয়ারটেকার মো. সিরাজুল ইসলাম, সাধারণ কেয়ারটেকার আনোয়ার হোসেন মন্ডল, এবিএম রুহুল আমিন, বিভিন্ন ব্যবসায়ী সমিতির সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ অন্যান্য সুধীবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান বলেন যে, প্রতিবছরের ন্যায় এবছরও ইসলামিক ফাউন্ডেশন সরকারের প্রতিনিধি হিসেবে যাকাতের অর্থ সংগ্রহ করছে। তিনি যাদের জন্য যাকাত ফরজ তাদের প্রত্যেককে তাদের প্রদানকৃত যাকাতের একটি অংশ ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রদান করার জন্য আহ্বান জানান। 

ইসলামিক ফাউন্ডেশনে জমাকৃত যাকাতের এই অর্থ পরবর্তীতে দারিদ্র্য বিমোচনসহ অন্য উপযুক্ত খাতে বণ্ঠন করা হবে।তিনি আরও বলেন, পবিত্র কুরআনে মহান আল্লাহ আমাদেরকে অনেকবার নামাজের পাশাপাশি যাকাতের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো যাকাত। তাই যাদের উপর যাকাত আদায় ফরজ হয়েছে, তাদেরকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত