দশমিনা উপজেলার সদর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫০০০ হাজার ৭৫ জন দরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে ভিজিএফের ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকল ১০ টায় দশমিনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান এ্যাডঃ মোঃ ইকবাল মাহমুদ লিটনের উপস্থিতি চাউল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো.আল মামুন, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শহিদুল ইসলাম,ইউপি সদস্য মো. শাহজাহান, মোঃ দেলোয়ার হোসেন সহ প্রমুখ।
হাজিরাট এলাকার শহিদুল ইসলাম বলেন,ঈদুল ফিতর উপলক্ষে মান সম্পন্ন ১০ কেজি চাউল পেয়ে আমার সংসারে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে।