শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
ভারতীয় জলসীমা থেকে ২৭ জেলে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ৩:২২ PM
ভারতীয় জলসীমা থেকে দেশটির কোস্টগার্ড বাংলাদেশের একটি ভাসমান মাছ ধরার নৌকাসহ ২৭ জেলেকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার বিকেলে তাদের উদ্ধারের পর দুই পক্ষের আলোচনা শেষে বাংলাদেশের কোস্টগার্ডে কাছ হস্তান্তর করা হয়েছে। 

এরপর শুক্রবার মোংলা ফেয়ারওয়ে বয়ার কাছে কোস্টগার্ডের সদস্যরা ওই জেলেদের নৌকার মালিক পক্ষের কাছে হস্তান্তর করে।

শুক্রবার কোষ্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এক বিজ্ঞপ্তিতে এ খবর জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের কুতুবদিয়া থেকে এক এপ্রিল এফবি সাগর-২ নামে একটি মাছ ধরার নৌকা নিয়ে ২৭ জন জেলে সমুদ্রে মাছ ধরতে যায়। চার এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। স্রোতে ভাসতে ভাসতে জেলেরা ভারতীয় জলসীমায় প্রবেশ করে। ভারতীয় কোস্টগার্ড বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে। 

মুনিফ তকি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উভয় দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমা রেখায় ভারতীয় কোস্টগার্ড সদস্যরা নৌকাসহ ২৭ জেলেকে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ কামরুজ্জামানের কাছে হস্তান্তর করে। শুক্রবার ভোরে বাগেরহাটের মোংলা ফেয়ারওয়ে বয়ার কাছে নৌকাসহ ওই জেলেদের তাদের মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত