লক্ষ্মীপুরের রায়পুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ভিজিএফ চাল বিতরণ করেছে রায়পুর পৌরসভা কর্তৃপক্ষ।
শনিবার (৬ই এপ্রিল) প্রথম ধাপে পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের হাজার পরিবারের মাঝে উপহারের এই চাল বিতরণ করা হয়। এসময় পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর - ০২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান,পিআইও কর্মকর্তা আশিকুর রহমান, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান। এছাড়াও রায়পুর পৌরসভার কর্মকর্তা, কর্মচারী প্রমূখ উপস্থিত ছিলেন।