সোমবার ২১ জুলাই ২০২৫ ৬ শ্রাবণ ১৪৩২
সোমবার ২১ জুলাই ২০২৫
টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৮:০৩ PM
টঙ্গীর পূর্ব ও পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছিনতাইকারী চক্রের সদস্যসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- টঙ্গী পূর্ব থানাধীন এরশাদ নগর এলাকার আওয়ামীলীগ নেতা জানে আলম এলু (৪৯), টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের সদস্য বাহাদুর আলী (৪৩), যুবলীগের সদস্য জাহাঙ্গীর (৪০), ছিনতাইকারি মহসিন (২০), আল-আমিন (২২), আরিফ হোসেন(২৬), মিলন মিয়া(৩০) ও সাহেদ (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর খাঁ-পাড়া, কাজীপাড়া ও হাজীরমাজার বস্তি ও এরশাদনগর এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে রোববার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীদের গাজীপুর আদালতে পাঠানো হয়।

এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত