সোমবার ২১ জুলাই ২০২৫ ৬ শ্রাবণ ১৪৩২
সোমবার ২১ জুলাই ২০২৫
শ্রীমঙ্গলে বাজেটে নাগরিক অংশগ্রহণ নিয়ে আলোচনা সভা
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৭:৩০ PM
শ্রীমঙ্গলে স্কুল বাজেট ও ইউনিয়ন পরিষদ বাজেট নিয়ে ভাড়াউড়া চা-বাগানে র‍্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।

আজ রবিবার দুপুরে আইআইডির সহযোগিতায় ও বেসরকারি সংস্থা এমসিডা'র আয়োজনে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন এমসিডার চেয়ারম্যান মো. মিজানুর রহমান আলম। বক্তব্য রাখেন  এমসিডা'র এডমিন অফিসার শিরীন বেগম, প্রজেক্ট ম্যানেজার আমিনুর রশীদ, মনিটরিং অফিসার রিপন মৃধা প্রমুখ।

সভায় স্কুল বাজেটে নিরাপদ খাবার পানি, খেলাধুলার সামগ্রী, টয়লেট সুবিধা, বাচ্চাদের টিফিন, উপবৃত্তি, চেয়ার টেবিল, স্কুল লাইব্রেরি, শিশুদের নিরাপদ যাতায়াত, প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ উদ্যােগ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ইউনিয়ন পরিষদ বাজেটে নলকুপ স্থাপন, কৃষি উন্নয়ন, সেচ, চিকিৎসা সেবা, দুর্যোগকালীন সহায়তা, রাস্তা নির্মান ও মেরামত, নারী উন্নয়ন কার্যক্রম প্রভৃতি বিষয় নিয়ে উপস্থিত সকলকে অবহিত করা হয়।

সভায় স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবক, চা-বাগানের নারী পুরুষসহ প্রায় শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত