নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী কালিবাড়ি বড় পুকুর পাড়ের গঙ্গা মন্দিরে শনিবার (৬ এপ্রিল) শ্রীশ্রী গঙ্গাদেবীর পূজার্চনা অনুষ্ঠিত হয়েছে । এসময় কালিবাড়ি বড় পুকুরে বারনী স্নান অনুষ্ঠিত হয়। এদিন ভোর ৫টা হতে প্রচুর পূণার্থী ও ভক্তবৃন্দের সমাগম ঘটে।
এসময় দনাচাপুর কালিমাতা সেবা সংসদের সভাপতি দুলাল চন্দ, সাধারণ সম্পাদক দুলাল দত্ত, প্রবীণ ব্যাক্তি ও কালিমাতা কমিটির সদস্য প্রবীর দত্ত, ভূপেন সরকার কানু, শিক্ষক ভানু দত্তসহ পূণার্থী ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সভাপতি ও সম্পাদক তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, উপজেলার নওপাড়া ইউনিয়নে দনাচাপুরের দীপ্ত ঠাকুরের সার্বিক তত্ত্বাবধানে তিন বছর ধরে আমারা এই গঙ্গাপূজা ও স্নানোৎসব করে আসছি। মন্দিরটি দীপ্ত ঠাকুরের গ্রামের সহযোগীতায় প্রতাষ্ঠা করেন।
উৎসবে বিভিন্ন অঞ্চল হতে সনাতন ধর্মাবলম্বী পূণার্থীগণ এসে এই পুকুরে স্নানোৎসব উদযাপন করেন। দিনব্যাপী চলবে এই উৎসব। আমরা সম্প্রীতির মাধ্যমে অনুষ্ঠান করে যাচ্ছি। বারনীস্নান উৎসবে ফল- ফলারিসহ বিভিন্ন দোকানী তাদের পসরা সাজিয়ে বসেছে। সকলের সহযোগীতায় এধারা অব্যাহত রাখতে চায় তারা।