রবিবার ৩ আগস্ট ২০২৫ ১৯ শ্রাবণ ১৪৩২
রবিবার ৩ আগস্ট ২০২৫
কফি হাউজের আড্ডার ঈদ সামগ্রী বিতরণ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ১২:৫২ PM
কালু মিয়া পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। এবারের ঈদের কেনাকাটা হয়নি। দ্রব্যমূল্যের উর্ধগতির মধ্যে ঈদের দিনে খাবারের তালিকার মুরগি নিয়ে সংশয়ে ছিলেন তিনি।

তবে সেই সংশয় দূর করেছে 'কফি হাউজের আড্ডা' নামে একটি সংগঠন। ঈদ উপহার হিসেবে অন্যান্য সামগ্রীর পাশাপাশি একটি মুরগিও দেওয়া হয় কালু মিয়াকে।

ঈদ সামগ্রী নিয়ে বেরুচ্ছিলো দুই শিশু। জানালো তারা আপন বোন। একজনের হাতে মুরগি আরেকজনের হাতে অন্যান্য ঈদসামগ্রী। তবে তাদের আলোচনাজুড়ে মুরগির কথা। বুঝা গেলো ঈদের দিন মাংস খেতে পারবে বলে তারা বেজায় খুশি।

কফি হাউজের আড্ডা নামে ফেসবুক ভিত্তিক ওই সংগঠনের উদ্যোগে রবিবার(৭ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার তারাগন এলাকায় ১১০ অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী উপহার দেওয়া হয়। মুরগির পাশাপাশি এতে ছিলো চিনি, আটা, দুধ, সেমাই।

এছাড়া সংগঠনের উদ্যোগে ১৫ জন মাদরাসা ছাত্রকে নতুন পোশাক দেওয়া হয়। ১০ জন ধর্মীয় ব্যক্তিত্বকে দেওয়া হয় নগদ অর্থ। ওয়ার্ড কাউন্সিলর মো. বাহার মিয়াসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা প্রবাসী মো. ইয়াছিন খান বলেন, 'সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের ঐ উদ্যোগ। আমরা চেষ্টা করেছি অসহায় মানুষও যেন ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত